ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় কারা হেফাজতে মাদক মামলার আসামীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০১, ১০ ফেব্রুয়ারি ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় কারা হেফাজতে থাকা অবস্থায় মাদক মামলার আসামী এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে। তার নাম আসাদুল ইসলাম (২৯)। সে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। 

কারাসূত্র জানায়, গত বছরের ১৩ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়ের করা মাদক ও চাঁদাবাজী মামলায় আসামী হিসেবে সে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আসে। সোমবার দুপুরে আসাদুল ইসলাম আকষ্মীকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

এ বিষয়ে জেল সুপার জানিয়েছেন, ময়নাতদন্ত ও সুরতাহাল রিপোর্ট তৈরী করে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরো জানান, স্বাভাবিকভাবে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে সে মারা যায়।  

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি