ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে স্কুল ম্যানেজিং কমিটির সভায় হামলা: আহত ২ 

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২২:২১, ১০ ফেব্রুয়ারি ২০২০

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আকলাস শিবপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভায় বিদ্যুৎসাহী সদস্য নির্বাচনে হেরে যাওয়ায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় সভাপতিসহ ৩ জন আহত হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহত ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ওই বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি প্রথম সভা দুপুর আড়াই টার সময় চলছিল। বিধি অনুযায়ী ওই প্রথম সভায় বিদ্যুৎসাহী সদস্য নির্বাচনের কথা ছিল। সভা চলাকালিন সময়ে সদস্যদের নিকট থেকে চাঞ্চল্যকর অপহরন মামলার আসামী এমদাদুল হক ও রেজাউল করিমের নাম প্রস্তাব হয়। কন্ঠ ভোটে এমদাদ হেরে গেলে ওই প্রতিষ্ঠানের সাবেক সভাপতি রাজুর ইন্ধনে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এমদাদ বাহীনি জোরপূর্বক স্কুলের অফিসে প্রবেশ করে লাঠিসোটা নিয়ে সভাপতিসহ কমিটির সদস্যদের উপর এলোপাথারি হামলা চালায়। হামলায় সভাপতি মনছুর রহমান ও অভিভাবক সদস্য ওমর আলী মারাত্বক আহত হন।

সন্ত্রাসীরা সভাপতি ও সদস্য ওমর আলীকে বার বার মটরসাইকেল তুলে অপহরনের চেষ্টা চালিয়ে শিক্ষকদের বাধার মুখে ব্যার্থ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি  নিয়ন্ত্রনে আনেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম  বলেন, স্কুলে মিটিং চলাকালীন সময়ে সন্ত্রাসীদের হামলা দুঃখজনক ও ন্যাক্কারজনক।আইন-শৃঙ্খলা বাহিনীদের জরুরী পদক্ষেপ নেওয়া উচিৎ।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে জরুরী ভিত্তিতে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। মামলা হলে প্রয়োজনিয় ব্যবস্থা নিব।

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি