ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কলারোয়া সীমান্তে ১২কেজি চা-পাতিসহ এক ব্যক্তি আটক 

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: 

প্রকাশিত : ২৩:১৯, ১০ ফেব্রুয়ারি ২০২০

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১২কেজি চা-পাতিসহ মনিরুজ্জামান মোল্লা (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে। সে উপজেলার গাড়াখালী গ্রামের সামসুল হক মোল্লার ছেলে। 

রবিবার বেলা ১২টার দিকে টহলরত ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্য তাকে আটক করেন। সোমবার বিকালে ঝাউডাঙ্গা বিশেষ ফাড়ির নায়েক মিজানুর রহমান জানান- ওই ব্যক্তি ৯ হাজার টাকা মুল্যের ১২কেজি ভারতীয় চা-পাতি নিয়ে উপজেলার বাগাডাঙ্গা রোড দিয়ে আসার সময় তাকে আটক করা হয়। 

এবিষয়ে তিনি বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা নং-২০(০২)২০২০ দায়ের করেছেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি