ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শিগগিরই সাগর-রুনি হত্যা মামলার তদন্ত নিষ্পত্তি : আইজিপি

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৫, ১১ ফেব্রুয়ারি ২০২০

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শিগগিরই নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করছে। খুব কম সময়ে তা নিষ্পত্তি হবে।’

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে বরগুনায় পুলিশ অফিসার্স মেস উদ্বোধন পরবর্তী সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম,  বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবীর, জেলা পুলিশ সুপার মারুফ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে পুলিশের একটি চৌকস দল আইজিপিকে গার্ড অব-অনার জানান। বিকেলে বরগুনা পুলিশ লাইন্সে পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন পুলিশ প্রধান।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি