ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

সীমান্তে বিজিবির উপর চোরাকারবারিদের হামলা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৭, ১১ ফেব্রুয়ারি ২০২০

জয়পুরহাটের পাঁচবিবির আটাপাড়া সীমান্তের ভিমপুর এলাকায় আজ মঙ্গলবার ভোর রাতে বিজিবির মাদক বিরোধী অভিযানে হামলা চালিয়েছে চোরকারবারিরা।

এতে ল্যান্স নায়েক বরুন কুমার নামে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

এসময় বিজিবি এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে জড়িত এনামুল হক (৩২) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়। তিনি এনামুল পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

জয়পুরহাট ২০-বিজিবির কমান্ডার লে. কর্নেল রাশেদ মো. আনিসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাঁচবিবি উপজেলার আটাপাড়া ভীমপুর সীমান্তে চোরাকারবারিরা ভারত থেকে বিভিন্ন মালামাল পাঁচার করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের ধরতে গেলে তারা বিজিবি সদস্যদের উপর হামলা চালায়।

তিনি জানান, ‘এসসময় এক বিজিবি জওয়ানকে ছুরিকাঘাত করা হয়। ফলে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনাস্থল থেকে এক চোরকারবারিকে আটক করে।’

এ ঘটনায় চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এআই/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি