ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

হিলিতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৫, ১১ ফেব্রুয়ারি ২০২০

দিনাজপুরের হিলিতে রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জিয়ার উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে হিলির বড়চড়া বিজিবি চেকপোষ্টের পার্শ্বে এ ঘটনা ঘটে। নিহত জিয়ার উদ্দিন হিলির কাঠলা গ্রামের মৃত এজার উদ্দিনের ছেলে।

হিলি রেলওয়ে জিআরপি ফাড়ির ইনচার্জ এসআই শাহ আলম বলেন, ‘দুপুরে জিয়ার উদ্দিন নামের ওই বৃদ্ধ বাইসাইকেলযোগে বড়চড়া গ্রামের দিক থেকে রেলক্রসিং পার হয়ে হিলি বিরামপুর সড়কের দিকে আসছিলেন। এসময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে নিহত হন। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি