ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাসচাপায় নিহতের পকেটে ভারতের পরিচয়পত্র

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৩, ১১ ফেব্রুয়ারি ২০২০

নড়াইল-ম্যাপ

নড়াইল-ম্যাপ

Ekushey Television Ltd.

নড়াইল-লোহাগড়া সড়কের মুলদাইড় এলাকায় এক যাত্রীবাহী বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পকেটে একটি পরিচয়পত্র পাওয়া গেছে।

ওই পরিচয়পত্রে তার নাম অন্তত নাথ দত্ত। বাবা কালিপদ দত্ত। বাড়ি ভারতের উত্তর চব্বিশ পরগণার গোপালনগর থানার ফারিয়া গ্রামে লেখা রয়েছে। এছাড়া পরিচয়পত্রে যুবক বয়সের ছবি থাকায় বর্তমান চেহারার সাথে মিল খুঁজে পাওয়া যায়নি। পরণে খাকি রঙের পোশাক রয়েছে। বয়স আনুমানিক ৬০ বছর বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয়রা জানান, মুলদাইড় এলাকায় একটি যাত্রীবাহী বাস ওই বয়োবৃদ্ধ ব্যক্তিকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক ভ্যানযোগে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি বাইসাইকেল চালাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম বলেন, এ দুর্ঘটনায় বাসটিকে জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি