ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০০, ১২ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

রাজশাহীর গোদাগাড়ীতে বালুবাহী ট্রাক ও পিকআপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল বারি জানান, বুধবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার রাজাবাড়ি হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উপর চাঁপাইনবাবগঞ্জ মুখি একটি বালুবাহী ট্রাক দাঁড়িয়ে ছিলো। হঠাৎ করে একটি থাইগ্লাস বহনকারী পিকআপ ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের দুই যাত্রী মারা যান। তারা থাইমিস্ত্রী বলে জানা গেছে। এ সময় পিক আপের ড্রাইভার পালিয়ে গেছে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দল ও পুলিশ যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালায়।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি