ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৭, ১২ ফেব্রুয়ারি ২০২০

চুয়াডাঙ্গা পৌর এলাকার ছাগল খামারের এলাকায় আলমসাধু উল্টে চাপা পড়ে চালক হাবিবুর রহমান (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

আজ বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুরকে মৃত ঘোষণা করেন।

নিহত হাবিবুর রহমান জীবননগর উপজেলার উথলী মোল্লাবাড়ীর মৃত আমির উদ্দিনের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক এস আই মো. আব্দুস সায়েম জানান, দুর্ঘটনায় নিহত হাবিবুর রহমান ইঞ্জিনচালিত অবৈধ যানবাহন আলমসাধুর চালক। সে তার নিজের আলমসাধুতে করে ফার্নিচার তৈরির কাঠ নিয়ে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দিকে যাচ্ছিল। শহর অতিক্রম করে আলমসাধুটি ছাগল খামারের কাছে পৌঁছলে কাঠভর্তি আলমসাধুর একটি চাকা ভেঙে উল্টে যায়। আলমসাধু চালক হাবিবুর রহমান আলমসাধুতে থাকা কাঠের নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।

চুয়াডঙ্গা সদর হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক শাকিল আর সালান তাকে মৃত ঘোষণা করেন। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি