ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় কিশোর হত্যার ১২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১০, ১২ ফেব্রুয়ারি ২০২০

কুমিল্লার দেবীদ্বারে পূর্বশক্রতার জের ধরে শাকিল (১৬) নামক এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় হত্যার ১২ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার ধামতী গ্রামের রফিক মিস্ত্রীর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে নিহত শাকিলের মা হোসনে আরা বেগম পাঁচজনের বিরুদ্ধে দেবীদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের এর প্রেক্ষিতে রাতেই গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ারের নেতৃত্বে ওসি তদন্ত মেজবাহ উদ্দিন ও এস অই বাতেনসহ সঙ্গিয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে ঢাকা ডেমরা থেকে আসামি আরিফুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আরিফুল শাকিলকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা স্বীকার করলে বুধাবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

দেবীদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার বলেন, ধামতী গ্রামে পূর্বশত্রুতার জেরে শাকিলকে ছুরিকাঘাতে হত্যার ১২ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেফতার পূর্বক কোট হাজতে চালান করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি