ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

জয়পুরহাট জেলাকে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জয়পুরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:১৩, ১২ ফেব্রুয়ারি ২০২০

মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে’র মাধ্যমে জয়পুরহাট জেলাকে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।

বুধবার সকাল ১০ টায় জয়পুরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ উদ্বোধনী ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) সাজ্জাদ হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলীসহ প্রশাসনের কর্মকর্তা, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

কেআই/আরকে


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি