ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে ৩টি ইটভাটা ধ্বংস ও ১৫ লক্ষ টাকা জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৭, ১২ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৮:৩০, ১২ ফেব্রুয়ারি ২০২০

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় বায়ু দূষণের কারণে ৩টি ইটভাটা ধ্বংস ও ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার প‌রি‌বেশ অধিদপ্তরের ম‌নিট‌রিং এন্ড এন‌ফোর্স‌মেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যা‌জি‌স্ট্রেট কাজী তামজীদ আহ‌মেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উত্তর খামের এলাকার মেসার্স এইচএস ব্রিকস, সনমানিয়া এলাকার ফাহাদ এন্ড কোং (এফএনসি) এবং ধানদিয়া এলাকার আরএল ব্রিকসকে এক্সকাভেটর মেশিনের সাহায্যে ভেঙে গুঁড়িয়ে দিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। 

এর পাশাপাশি ইটভাটার মা‌লিক‌দেরকে ৫ লাখ টাকা ক‌রে মোট ১৫ লাখ টাকা জ‌রিমানা করে তা আদায় করা হ‌য়।

দূষণ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ দূষণের জন্য দায়ী সকল অবৈধ ইটভাটা ও যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত চলাকা‌লে গাজীপুর প‌রি‌বেশ অধিদপ্ত‌রের উপপ‌রিচালক মোঃ আব্দুস সালাম সরকার, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, প‌রিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন। অভিযানে গাজীপুর র‍্যাব-১ ও গাজীপুর আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ সহযোগিতা করেন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি