ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কলারোয়ায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৩, ১২ ফেব্রুয়ারি ২০২০

সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের অভিযানে ৩০০ বোতল ফেন্সিডিলসহ আলমগীর হোসেন ওরফে আলম (২৮) নামে  এক যুবক গ্রেফতার হয়েছে। সে উপজেলার কাঁকডাঙ্গা গ্রামের নুর আলী গাজীর ছেলে। 

বুধবার ভোররাতে কলারোয়া থানার সেকেন্ড অফিসার এসআই রাজ কিশোর পাল, এএসআই মো. নূর আলী, এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে উপজেলার বোয়ালিয়ার চেয়ারম্যান পাড়ায় থেকে আটক করেন। 

এসময় তার কাছ থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজার মুল্যে-১ লাখ ৮০ হাজার টাকা। 

থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান, তার নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা নং-২৩(০২)২০২০ হওয়ায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি