ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় বসন্ত আগমনী উৎসব

কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪৭, ১৩ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লা কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে বর্ণাঢ্য র‌্যালি, নৃত্য, গান ও কবিতা আবৃত্তিসহ নানা আয়োজনে দিনব্যাপী বসন্ত আগমনী উৎসব উদযাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
কুমিল্লা কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রের শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমিল্লা অজিতগৃহ কলেজের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহতাব সুমন, কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন ও বসন্ত আগমনী উদযাপন কমিটির আহ্বায়ক মো. নুরুল আমীন। 

এআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি