ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নড়াইলে পান চাষির স্বপ্ন পুড়ে ছাই 

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৫৮, ১৩ ফেব্রুয়ারি ২০২০

নড়াইলের নড়াগাতি থানার মাউলি ইউনিয়নের গন্ধবাড়িয়া গ্রামে দরিদ্র পান চাষি প্রভাস দাসের (৫৫) পানের বরজে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পূর্বশত্রুতার জের ধরে নিজ সম্প্রদায়ের লোকজন গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে পানের বরজে আগুন দেয় বলে আজ বৃহস্পতিার জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষক প্রভাস দাস। 

এতে ৩০ শতক জমির পান পুড়ে গেছে। সেই সঙ্গে দরিদ্র কৃষক প্রভাসের পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়েছে। প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

বুধবার দুপুরে পানবরজে সরেজমিনে যাওয়ার পর সাংবাদিকদের কাছে পেয়ে মাটিতে গড়িয়ে কাঁদতে থাকেন প্রভাসের স্ত্রী বন্দনা দাস।

তিনি বলেন, ‘শত্রুরা আমাদের সব শেষ করে দিয়েছে। আজই (বুধবার) আমাদের বরজের পান তুলে বাজারে বিক্রি করার কথা ছিল। এজন্য তিনজন কাজের লোকও আমরা ঠিক করেছিলাম। শত্রুতার জন্য আমরা পথের ফকির হয়ে গেলাম।’
  
পান চাষি প্রভাস দাস জানান, ‘এর আগে গত ১০ জানুয়ারি রাতেও এই পানের বরজের একাংশে আগুন দিয়েছিল শত্রুরা। এছাড়া ২০১৯ সালের ২ ডিসেম্বর গন্ধবাড়িয়া গ্রামের কয়েকজন আমাদের পরিবারের সদস্যদের হাত-পা কেটে মেরে ফেলার হুমকি দেয়া হয়। এ সময় পান বরজ ও বরজের ভেতরের মেহগনি গাছ কেটে ফেলার কথাও বলে শত্রুরা। এ ঘটনায় গত বছরের ৪ ডিসেম্বর গন্ধবাড়িয়া গ্রামের নন্দপাল (৬০), অসিত পাল (৬০), সঞ্জয় দাস (৫০), সুব্রত দাস (৩০), উদয় দাস (৫৫), সমীর দাস (৪৫), কৃষ্ণ দাস (৪৫) ও হারান দাসের (৪০) নামে নড়াগাতি থানায় সাধারণ ডায়েরি করি। এরপরও আগুন দিয়ে সব বরজ পুড়িয়ে দেয়া হয়েছে।’ 
 
গন্ধববাড়িয়া গ্রামের সুনীল দাস (৬২) বলেন, ‘এমন অমানবিক ঘটনা মেনে নেয়া যায় না। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 

স্থানীয় ইউপি মেম্বার জাকারিয়া শেখ বলেন, ‘প্রভাস দাসের পানের বরজে আগুন দেয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। ক্ষতিগ্রস্থ ওই কৃষককে শান্তনা দেয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। শত্রুতার কারণে এ ধরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’

নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন আজ বৃহস্পতিবার বলেন, ‘খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের খুঁজে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি