ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে চিহ্নিত মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৯, ১৩ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোলের  চিহ্নিত মাদক ব্যবসায়ী মঈন (৩৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পোর্ট থানার ভবারবেড় গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মঈন বেনাপোল ভবেরবেড় গ্রামের আব্দুস সালামের ছেলে।

এলাকার লোকজন জানান, কে বা কারা তাকে মেরে পুকুরে ফেলে দিয়ে যায়। পরে তার আত্মীয় স্বজনেরা তার লাশ উদ্ধার করে নাভারন হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মঈনকে মৃত ঘোষণা করেন। তবে তার শরীরে অসংখ্য নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানান স্থানীয়রা।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, মঈনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় ৪টি মাদক মামলাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। নাভারন হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানানো যাবে বলে জানান ওসি মামুন খান।

কেআই/আরকে 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি