ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

‘রোহিঙ্গা ক্যাম্পে ভাষা শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে’

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৯, ১৩ ফেব্রুয়ারি ২০২০

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন,আশ্রিত রোহিঙ্গা শিশুরা নিজ দেশে ফিরে গিয়ে যাতে নিজেদের গড়ে তুলতে পারে সে লক্ষ্যে রোহিঙ্গা ক্যাম্পে তাদের ভাষা শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে।
 
প্রতিমন্ত্রী (বৃহস্পতিবার) কক্সবাজারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্পের আওতায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা কর্মসূচী শীর্ষক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।  

ইনানীস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে ইউনিসেফের আয়োজিত রস্ক প্রকল্প পরিচালক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত, শরানার্থী, ত্রাণ ও প্রত্যাবসন কমিশনার মো. মাহবুব আলম তালুকদার, ইউনিসেফ প্রতিনিধি টুমু হুজামী,অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিন আল পারভেজসহ সংশ্ণিষ্টরা বক্তব্য রাখেন।
  
এসময় ক্যাম্প ইনচার্জ, দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

আরকে//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি