ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত, আহত ২ 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:২১, ১৩ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৯:৪৬, ১৩ ফেব্রুয়ারি ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। নিহত আরিফ হোসেন (১৬) পুরানটেপরি গ্রামের রেজাউল করিমের ছেলে এবং তালগাছি এস এ মডেল স্কুলের দশম শ্রেণির ছাত্র। এছাড়া আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাড়াদহ থেকে দুই বন্ধুকে সাথে নিয়ে মটরসাইকেল যোগে আরিফ শাহজাদপুরে যাবার পথে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দূর্গাদহ পৌঁছালে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি কোচের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মটর সাইকেল চালক আরিফ মারা যায় এবং অপর দুই আরোহী গুরুতর আহত হয়।  খবর পেয়ে শাহজাদপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে।

কেআই/আরকে 


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি