ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বিশ্ব বেতার দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২২:২৯, ১৩ ফেব্রুয়ারি ২০২০

“বেতার ও বৈচিত্র”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বেতার দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে র‌্যালি,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। 

সকালে ঠাকুরগাঁও বেতার কেন্দ্র থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। এতে বেতারের আঞ্চলিক পরিচালক এস, এম জাহিদ হাসান, আঞ্চলিক প্রকৌশলী জাইফুল ইসলাম ও উপ-বার্তা নিয়ন্ত্রক স্মৃতিরাণী সরকারসহ বেতারের শিল্পী, কলাকুশলী, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও স্রোতাসহ অন্যান্য পেশাজীবীগন অংশ নেন। 

র‌্যালি শেষে বেতারের আঞ্চলিক পরিচালক মুজিবর্ষের শুভেচ্ছা জানিয়ে সংস্কৃতিচর্চা আরো গতিশীল করতে এবং বেতারের শ্রোতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সকলের সহযোগিতা কামনা করেন। পরে বেতারের শিল্পীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

কেআই/আরকে 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি