ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গোপালগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ১৪ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১১:৩০, ১৪ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাস ও নসিমনের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ফাল্গুনি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শ্রমিকবাহী নসিমনের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মিজান নামে একজন নিহত হন। ১১ জন শ্রমিক আহত হন। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে মারা যান দুইজন। আহত ৯ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে মারা যায় আরও দুইজন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি