ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

রাঙ্গামাটিতে পৃথক নৌকাডুবিতে নিহত ৫, নিখোঁজ ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ১৪ ফেব্রুয়ারি ২০২০

রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ও কর্ণফুলী নদীতে পৃথক নৌকাডুবির ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছে তিন শিশুসহ কয়েকজন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, শুক্রবার রাঙ্গামাটির ঝুলন্ত সেতু থেকে সুবলং যাওয়ার পথে ডিসি বাংলো এলাকায় পর্যটকবাহী একটি নৌকা ডুবে যায়।

এসময় স্থানীয়রা উদ্ধারে নেমে পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধারকাজে যোগ দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ জনের মরদহে উদ্ধার করা হয়েছে। নিহতরা চট্টগ্রাম প্যাসিফিক জিন্স গার্মেন্টসের কর্মী বলে জানা গেছে।

অপরদিকে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর কলার ডিপু এলাকায় ৫৩ জনের ইসকনবাহী একটি নৌকা ডুবে যায়। এই ঘটনায় তিন শিশু নিখোঁজ রয়েছে। তারা হলো- বিনয় (০৫), টুম্পা মজুমদার (৩০) ও দেবলীলা (১০)। নিখোঁজদের উদ্ধারে প্রশাসন কাজ করছে।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আরএমও শওকত আকবর বলেন, ‘নৌকাডুবির দুটি ঘটনায় পাঁচটি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। ওই দুর্ঘটনায় হাসপাতালে একজনের চিকিৎসা চলছে।’

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ গণমাধ্যমকে জানান, ‘পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনজন নিখোঁজ রয়েছে। তবে মৃতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি