ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র নির্বাহী পরিষদের অভিষেক ১৮ ফেব্রুয়ারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ১৫ ফেব্রুয়ারি ২০২০

আগামী ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, রমনা, ঢাকা’র মিলনায়তনে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র নবনির্বাচিত নির্বাহী পরিষদের (২০২০-২১) অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। 

এছাড়া অনুষ্ঠানে বিশিষ্ট সংঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সার্বিক আয়োজনে সমিতির সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অভিষেক উপ-পরিষদের আহবায়ক, মো. আবদুল করিম ও সদস্য সচিব, নাছির উদ্দিন বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।  

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি