ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাজারে আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১, ১৬ ফেব্রুয়ারি ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর বাজারে আগুন লেগেছে। ঘটনার পর খবর পেয়ে ফতুল্লা, মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ১০টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ রোববার দিবাগত রাত ৩টার দিকে ওই বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফতুল্লা, মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের ১০টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফীন জানান, রোববার দিবাগত রাত ৩টার ওই বাজারে আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও এর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে ব্যবসায়ীদের দাবি, আগুনে মালামাল পুড়ে বিশাল ক্ষতি হয়েছে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি