ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১২, ১৬ ফেব্রুয়ারি ২০২০

সিরাজগঞ্জে মোটরসাইকেল আরোহীদের বাঁচাতে গিয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোটরসাইকেলারোহীসহ ৩ নারী নিহত হয়েছেন। এ ঘটনায়  আহত হয়েছেন অন্তত আরও ২০ জন।

আজ রোববার দুপুরে দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দের কোনাবাড়ি তালুকদার বাজার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, ‘বেলা সাড়ে ১২টার দিকে নওগা থেকে ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রী বোঝাই একটি বাস একইমুখি একটি মোটরসাইকেলের আরোহীদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা এক নারী এবং বাসের ২ নারীসহ তিনজন নিহত ও ২০ জন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়েছে।  

এআই/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি