ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মৌলভীবাজারে বিনামূল্যে চক্ষু শিবির

মৌলভীবাজার প্রতিনিধি:

প্রকাশিত : ১৭:৫৮, ১৬ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৮:০৮, ১৬ ফেব্রুয়ারি ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাঁতগাও বাজার এলাকায় লন্ডন প্রবাসী বুলবুল আহমেদ অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে বীনামূল্যে চক্ষু শিবির । সকাল থেকে সন্ধা পর্যন্ত চিকিৎসা নিয়েছেন চার শতাধিক মানুষ।

শনিবার সকালে এ চক্ষু শিবির এর উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব। এ সময় আরো উপস্থিত ছিলেন ভুনবীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চেরাগ আলী, প্রাক্তন চেয়ারম্যান আব্দুল বশর, মুক্তিযুদ্ধা আমিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, ব্যবসায়ী শাহজাহান মিয়া ও চিকিৎসক আকবর আলী। 

বিএনএসবি মৌলভীবাজার সহায়তায় দিনব্যাপী এ চক্ষু শিবিরে প্রায় ৪ শতাধিক রোগী চিকিৎসা নেন। এদের মধ্যে ৯০জনকে বিনামুল্যে চোখের চাউনী অপারেশনের জন্য বাছাই করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি