ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডি-লিট ডিগ্রি পেলেন জাবিসাসের সাবেক সভাপতি মাসুদ রেজা

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৯, ১৬ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ফোকলোর চর্চায় বিশেষ অবদানের জন্য ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ড. মাসুদ রেজা। তিনি বাংলা বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সাধারণ সম্পাদক পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন। 

ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা গ্রামের বাসিন্দা ড. মাসুদ রেজার ডি-লিট ডিগ্রি অর্জনে অভিনন্দন জানিয়েছেন সুধীজনের অনেকে। 

ড. মাসুদ রেজা জানান, ‘ভারতের বিদ্যাসাগার বিশ্ববিদ্যালয়ের ‘বোর্ড অব রিসার্চ স্টাডিজ’ এর ১১তম সভায় আমাকে ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি প্রদান করা হয়। আমার বিষয় ছিল ‘আর্থ সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনায় কতিপয় নৃতাত্ত্বিক লোকশিল্পের মাঠসমীক্ষা: বৃহত্তর ফরিদপুর অঞ্চল।’

‘দীর্ঘ বছর ধরে বাংলাদেশের স্থানীয় ইতিহাস, লোকসংস্কৃতি, লোক-ঐতিহ্য দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে কাজ করে যাচ্ছি। এছাড়াও বাংলাদেশের চলচ্চিত্র, বাউল ও মরমী সাধকদের নিয়ে কাজ করছি।’

তিনি বলেন, ‘শিক্ষাজীবনের শুরুতে প্রাইমারিতে আব্দুল জলিল মাষ্টারের অবদান আজকের এই ডিলিট ডিগ্রি অর্জনের পেছনের ভূমিকা রেখেছে। তিনি আমাকেসহ আমার তিন ভাইকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন।’

এআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি