ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আশুলিয়ায় পাঠাও চালককে গলাকেটে হত্যা, গ্রেফতার ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ১৭ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১২:১৮, ১৭ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ঢাকার আশুলিয়ার কাঠগড়া এলাকায় চাঞ্চল্যকর পাঠাও রাইড চালক শামীমকে (৩০) গলা কেটে হত্যার ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১) এর সদস্যরা। এ সময় শামীমের ব্যবহৃত মোবাইল ও হত্যাকারীর রক্তমাখা প্যান্ট উদ্ধার করা হয়েছে।

সোমবার র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) সুজয় সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- মামুর রশীদ (২২), মো. মাহবুবুল রহমান (২০) ও মোমিন রহমান (২০)।

তিনি বলেন, ‘গত শুক্রবার সকালে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া পালোয়ানপাড়া এলাকার একটি বাঁশ ঝাড়ের ভেতর থেকে পাঠাও চালক শামীমের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। এরপর র‍্যাব অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে গ্রেফতার করে।

এ বিষয়ে র‍্যাব-১ এর উত্তরা কার্যালয়ে দুপুর ১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবেও বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি