ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে ডাকাতি করতে এসে গণপিটুনিতে যুবক নিহত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪০, ১৭ ফেব্রুয়ারি ২০২০

বাগেরহাটের কচুয়ায় ডাকাতি করতে এসে গণপিটুনিতে অজ্ঞাত যুবক (৩৫) নিহত হয়েছেন। সোমবার ভোররাতে বারুইখালি গ্রামের সোমেদ হাওলাদারের বাড়িতে ডাকাতি করতে গেলে গণপিটুনির শিকার হয় ওই যুবক। 

এসময় স্থানীয় দুই যুবক আহত হয়েছেন। তারা হলেন, বারইখালি গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে মোহিত হাওলাদার (৩২) ও মহাসিন হাওলাদার (৩৬)। 

স্থানীয় ইউপি সদস্য জাকির হাওলাদার বলেন, ‘ডাকাতি করার উদ্দেশ্যে ভোর রাতে ৫/৬ জন সোমেদ হাওলাদারের বাড়িতে ঢুকে। এসময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে গ্রামের অন্যান্য লোকজন বেড়িয়ে আসে। এতে ডাকাতরা পালানোর চেষ্টা করলে গ্রামবাসীরা তাদের গণপিটুনি দেয়। এতে একজনের অবস্থা গুরুতর হলে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

কচুয়া থানার ওসি  (তদন্ত) সর্দার ইকবাল হোসেন বলেন, ‘গণপিটুনিতে আহত যুবককে হাসপাতালে নিয়ে আসার পরে সে মারা যায়। যুবকের পরিচয় জানতে বিভিন্ন থানায় তার ছবি পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একইসঙ্গে অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি