ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কুমিল্লায় ৩ মানব পাচারকারী আটক 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৮, ১৭ ফেব্রুয়ারি ২০২০

কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে মানব পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় এক নারীসহ ২ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। 

একইসঙ্গে ৩৯টি পাসপোর্ট, পাসপোর্ট তৈরির সরঞ্জাম, ভুয়া জন্মসনদ তৈরির কাগজপত্র, কম্পিউটার, সাতটি মোবাইল ও নগদ ৬০ হাজার ৫শ টাকা জব্দ করা হয়।  

রোববার রাতে চৌদ্দগ্রামের ধরকড়া বাজার এবং চিওড়া এলাকায় বিশেষ অভিযানে চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আজ সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। 

র‌্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, ‘আটককৃতরা দীর্ঘদিন যাবত কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের উদ্দেশ্যে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে পাসপোর্ট তৈরি করে বিদেশে পাচার করে আসছিল।’

আটককৃতরা হলেন- আবদুর রহিম, কাজী ফয়সল ও মো. নুরুল হক। উদ্ধার করা রোহিঙ্গারা হলো- মো. জাহেদ হোসেন ও মো. রফিক। জাহেদ ২০১৭ সালে এবং রফিক ২০১৩ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে আসেন। আসামিদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা একটি দায়ের হয়েছে। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি