ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় প্রধানমন্ত্রী বরাবর মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি প্রদান

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৪, ১৭ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লার দেবীদ্বারের গেজেটভুক্ত ও ভাতাপ্রাপ্ত ১ হাজার ১৮৫ জন মুক্তিযোদ্ধার মধ্যে ৪৩০ মুক্তিযোদ্ধাকে ভুয়া আখ্যা দিয়ে, তাদের সনদ ও ভাতা বাতিলের আবেদন জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অভিযোগ দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার মুক্তিযোদ্ধারা। 

আজ সোমবার দুপুরে দেবীদ্বার উপজেলা প্রাঙ্গণে ক্ষুব্ধ স্থানীয় মুক্তিযোদ্ধারা অভিযোগকারী বিএলএফ মুক্তিযোদ্ধা মো. আবদুল মমিন সরকার প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা তা যাচাই-বাছাইসহ তার ধৃষ্ঠতাপূর্ণ কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন, প্রতিবাদ সভা করার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সামাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার মনিরুজ্জামান আউয়াল সরকার, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার ডা. মো. রফিকুল ইসলাম, বীর গেরিলা মুক্তিযোদ্ধা মুস্তাকুর রহমান ফুল মিয়া, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কুমিল্লা জেলা সভাপতি কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, আ’লীগ উপজেলা কমিটির সদস্য মুক্তিযোদ্ধার সন্তান লুৎফর রহমান বাবুলসহ আরও অনেকে।  

মুক্তিযোদ্ধাদের দেয়া প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি গ্রহণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, ‘যথাযথ প্রক্রিয়ায় জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণের ব্যবস্থা করা হবে। গেজেটভুক্ত ও ভাতাপ্রাপ্ত ৪৩০ বীর মুক্তিযোদ্ধার যাচাই বাছাইয়ের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় লিখিত নোট ছাড়াও মুঠোফোনেও দ্রুত যাচাই বাছাইয়ের কাজ সম্পন্ন করতে আমাকে তাগাদা দিয়েছেন। বর্তমানে যেহেতু মুক্তিযোদ্ধা সংসদ নেই সেহেতু আমাকে পুনঃযাচাই বাছাইয়ের কাজটি সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে সম্পন্ন করতে হবে।’

এআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি