ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১১, ১৭ ফেব্রুয়ারি ২০২০

গ্রামীণ পুরনো ঐতিহ্য আর নতুন প্রজন্মকে পিঠার সঙ্গে পরিচিতি করতে গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পিঠা উৎসব করেছে। সোমবার দিনব্যাপী বোর্ডবাজার নিজস্ব ক্যাম্পাসে শিক্ষক ও কর্মচারীরা এ উৎসব করেন।

বিশাল মাঠ ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখর। উৎসবে কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থী ছাড়াও আশপাশের সাধারণ মানুষও অংশ নেন। স্টলে স্টলে মুখ পাকন, ডোবা, ভাপা, গোলাপ ও নকশিসহ রকমারি পিঠা পেয়ে ক্রেতারাও বেশ খুশি। এর আগে গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ফিতা কেটে পিঠা উৎসব উদ্বোধন করেন।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি