ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাদ্রাসা পড়ুয়া প্রতিবন্ধী কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৩, ১৭ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সাতক্ষীরায় কলারোয়ায় এক মাদ্রাসা পড়ুয়া প্রতিবন্ধী নারী শিক্ষার্থী সুরাইয়া খাতুন (১৪)’র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার গয়ড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। চন্দনপুর দাখিল মাদ্রাসায় ৮ম শ্রেণীর শিক্ষার্থী সে। 

এলাকাবাসী ও তার অভিভাবকগণ জানান,মেয়েটি প্রতিবন্ধী ও মাথার রোগ রয়েছে। একটি ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। নিজের ঘরে রোববার রাত ৮টার দিকে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ওই রাতে কলারোয়া থানার এসআই ইস্রাফিল সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

সোমবার সকালে পুলিশ লাশ পোস্টমর্টেম করার জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছেন। এঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি