ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নলছিটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ২১:০১, ১৭ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ঝালকাঠির নলছিটিতে পুকুরের পানিতে ডুবে মুন্তাজিজুল ইসলাম আরশ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে শহরের খাদ্যগুদাম সড়কে এ ঘটনা ঘটে। আরশ ওই এলাকার সিহাব চৌধুরর একমাত্র ছেলে ও মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরীর নাতি।
 
শিশুটির পরিবার জানায়, দুপুরে খেলার সময় বাসার পেছনের একটি পুকুরে পড়ে যায় আরশ। অনেকক্ষণ তাকে না দেখতে পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। পরে তাকে পুকুরে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একমাত্র সন্তানের মৃত্যুতে পাগলপ্রায় বাবা মা। এদিকে আরশের মৃত্যুতে শহরে শোকের ছায়া নেমে এসেছে।

কেআই/আরকে 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি