ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ২৩:০৮, ১৭ ফেব্রুয়ারি ২০২০

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বর এলাকায় বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন ছাত্র ও অপরজন ছাত্রী। আজ রোববার সন্ধার দিকে বঙ্গবন্ধু সেতুর গোলচত্ত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হচ্ছে টাঙ্গাইল মেডিকেল এ্যাসিসটেন্ট স্কুলের শিক্ষার্থী মাইন উদ্দিন হামীম ও সাদিয়া জাহান নদী। তারা শেষ বর্ষের শিক্ষার্থী। তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ইন্টার্নি করতেছিল। 

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ পরিদর্শক জায়েদ আব্দুল্লাহ বিন সরোয়ার বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোবিন্দগঞ্জ ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১১-০০৭৫) গাড়িটি বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্তর অতিক্রম করার সময় ভ্যানে থাকা ওই শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই এক ছাত্র ও ছাত্রী নিহত হয়। 

এ ঘটনায় ঘাতক বাসটিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় এলাকা থেকে আটক করা হয়েছে। তবে গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি