ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

বাগেরহাটে সোয়া কোটি ফাইস্যা মাছের পোনা জব্দ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৯, ১৮ ফেব্রুয়ারি ২০২০

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় ১ কোটি ২০ লাখ ফাইস্যা মাছের পোনা জব্দ করা হয়েছে। এ সময় ৩ জেলেকে ও একটি ট্রলার আটক করেছে কোস্ট গার্ড। 

ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে পোনাগুলো নদীতে অবমুক্ত করেন।

আজ মঙ্গলবার বেলা ১০টার দিকে পানগুছি নদীতে অভিযান চালিয়ে কোস্ট গার্ড মোরেলগঞ্জ কন্টিনজেন্টের একটি টহল দল ট্রলারটি আটক করে। সুন্দরবনের ভোলানদী থেকে মাছের পোনা ধরে পাইকগাছা যাবার পথে ট্রলারটি আটক করা হয়।

কন্টিনজেন্ট কমান্ডার মো. আব্দুল হাকিম এ অভিযানে নেতৃত্ব দেন। পরে আটক জেলেদেরকে মোবাইল কোর্টে তোলা হয়। কোর্টে দন্ডপ্রাপ্তরা হলেন- আশাশুনি উপজেলার গফ্ফার সরদার (৪০), নয়ন সরদার (২৫) ও শফিকুল সরদার (২৮)।  

সহকারী ভূমি কমিশনার রঞ্জণ চন্দ্র দে মোবাইল কোর্ট পরিচালনা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি