ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

ঝালকাঠিতে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ৮ মাদক ব্যবসায়ী আটক

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩০, ১৮ ফেব্রুয়ারি ২০২০

ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) ও ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদারসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমিরাবাদ এলাকার রিপন মৃধার বাসায় এ জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবাসহ র‌্যাব তাদের আটক করে। 

এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ৪৮ হাজার ৪০০ টাকা, ১২টি মোবাইলফোন ও ১৯টি সিম উদ্ধার করা হয়। 

আজ মঙ্গলবার সকালে র‌্যাব-৮ এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আটককৃতরা হলেন- উপজেলার উত্তর মগড় এলাকার সত্তার হাওলাদারের ছেলে ইউপি সদস্য মো. জসিম হাওলাদার (২৮), মোতালেব হাওলাদারের ছেলে মো. মিরাজ হাওলাদার (৩৪), আমিরাবাদ এলাকার মৃত সেকান্দার খানের ছেলে সাবেক ইউপি সদস্য মো. জামাল খান (৬০),  মৃত আনোয়ার মৃধার ছেলে আওলাদ হোসেন মৃধা (৪৮), মৃত ইনসাফ আলী তালুকদারের ছেলে মো. জলিল তালুকদার (৬২), পূর্ব রায়াপুর (বটতলা) এলাকার তোতা মিয়ার ছেলে মো. মিজানুর রহমান (৩৬), বরিশালের রূপাতলী এলাকার রফিজ উদ্দিন হাওলাদারের ছেলে মো. সেলিম হাওলাদার (৩৯), বাকেরগঞ্জের টেংরাখালী এলাকার মৃত নুরুল হক মৃধার ছেলে মো. কামরুল ইসলাম (৩৯)। 

এ ব্যাপারে নলছিটি থানার ওসি তদন্ত আ. হালিম তালুকদার জানান, ‘৪৭ পিস ইয়াবাসহ র‌্যাব-৮ এর অভিযানে আটককৃত ৮ জনের বিরুদ্ধে র‌্যাবের ডিএডি মো. আব্দুল মোন্নাফ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।’

এআই/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি