ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৩, ১৯ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে আগুন লেগে অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

বুধবার গভীর রাতে চৌমুহনীর পূর্ব বাজারের গোলাবাড়িয়া কাঁচা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় সাড়ে ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দিনগত রাত ২টার দিকে হঠাৎ করে ওই কাঁচা বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ায় সবজির আড়ৎ, হাঁস-মুরগির দোকান, মুদি দোকান, মালের আড়ৎ ও দুটি বাসাসহ অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে যায়।

চৌমুহনী ব্যবসায়ী সমিতির কার্যকরি সভাপতি মোরশেদুল আমিন ফয়সল জানান, ‘আগুনে অন্তত ৬০টি দোকানে ও পাশ্ববর্তী কয়েকটি বাসার মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে গেছে। এতে প্রায় ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, ‘খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।’

তিনি আরও বলেন, ‘স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি