ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৪, ১৯ ফেব্রুয়ারি ২০২০

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হন আরও ৫ জন। 

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খুটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকার মোরশেদ আলমের ছেলে মো. জয়নাল (২৫) ও ভোলা জেলার চরাইশা এলাকার মোহাম্মদ শাহাজাহানের ছেলে মোহাম্মদ লিটন (৩৩)। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। 

চকরিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. মোরশেদুর রহমান চৌধুরী ঘটিনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘দুপুরে কক্সবাজারগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের সঙ্গে চকরিয়াগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

দুর্ঘটনায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এতে পরিবহনটি পার্শ্ববর্তী ধানি জমির পাশে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে প্রাণে রক্ষা পায় যাত্রীরা। পরে গাড়ী দুটি জব্দ করা হয় এবং নিহতদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি