ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:১৯, ১৯ ফেব্রুয়ারি ২০২০

সিরাজগঞ্জের কামারখন্দে সাইদুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার সকালে ভদ্রঘাট গ্রামের পলাশডাঙ্গা যুবশিবির স্মৃতি স্তম্ভের পাশের নির্জন স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

নিহত সাইদুল ইসলাম ভদ্রঘাট ইউনিয়নের কারিগরপাড়ার বাসিন্দা বেলাল হোসেনের ছেলে। 

কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, ‘উদ্ধারকৃত লাশটি অর্ধগলিত। বেশ কিছুদিন থেকেই সাইদুল নিখোঁজ ছিলেন। এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন কি-না বা তার নামে থানায় মামলা আছে কি-না সেটি খতিয়ে দেখা হচ্ছে। 

এছাড়াও কিভাবে তার মুত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি