সিরিজ বোমা হামলা: ঝালকাঠিতে ২ জনের যাবজ্জীবন
প্রকাশিত : ১৭:২০, ১৯ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৭:৪৩, ১৯ ফেব্রুয়ারি ২০২০
এজলাসে কান্নায় ভেঙ্গে পড়ে আসামিরা। ছবি: একুশে টেলিভিশন
২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঝালকাঠির একটি ঘটনায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। ঝালকাঠির বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক এসকে এম তোফায়েল হাসান আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপরে এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ঝালকাঠি শহরের বিকনা এলাকার ইউনুচ মল্লিকের ছেলে জিয়াউর রহমান ও রাজাপুর উপজেলার কেওতা গ্রামের মৃত মোশারফ হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোস্তাফিজুর রহমান মনু জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট বেলা ১১টা ৩০ থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের অন্যান্য স্থানের মত ঝালকাঠি শহরের ৫টি গুরুত্বপূর্ণ স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।
তৎস্থলে আহত অবস্থায় আটক ফরিদ হোসেনকে মামলায় গ্রেফতার দেখানো হয় এবং বরিশাল কোতয়ালী থানার বোমা বিস্ফোরণের মামলার আসামী আবু সোলায়মান সুজনের জবানবন্দিতে জিয়াউর রহমানের নাম প্রকাশ পায়।
এএইচ/
আরও পড়ুন