ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পাবনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৯, ২০ ফেব্রুয়ারি ২০২০

পাবনা সদর উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হাব্বান আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, সে একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র সহ বিভিন্ন আইনে ১২টি মামলা রয়েছে। 

বৃহস্পতিবার ভোর রাতে পাবনা সদর উপজেলার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম একুশে টিভিকে জানান, সদর উপজেলার কলারবাগান এলাকায় একদল অস্ত্রধারী নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টার দিকে সেখানে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এলোপাতারি গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। 

তিনি জানান, এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হাব্বানকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাত সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ৫ রাউন্ড গুলি ও ২টি গুলি খোসা উদ্ধার করা হয়।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি