ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হানিফে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০০, ২০ ফেব্রুয়ারি ২০২০

হানিফে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

হানিফে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার ভূঞাপুর লিং রোডে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুসফিকুর রহমান জানান, তিন বন্ধু মোটর সাইকেলযোগে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মো. ইমন মিয়া নিহত হন। এ সময় আরও দুইজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় শাওন ও আসিফকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে ঢাকা যাওয়ার পথে শাওন মারা যান। 

তিনি আরও জানান, ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও সহকারি পালিয়ে যায়। নিহত অপরজন হচ্ছেন- কলেজ ছাত্র মো. ইমন মিয়া। সে উপজেলার এলেঙ্গা রাজাবাড়ি এলাকার জুলহাস মিয়ার ছেলে ও শামছুল হক কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

আর শাওন মিয়া একই এলাকার সামাদ মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হাশেম মিয়ার ছেলে আসিফ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানান সার্জেন্ট মুসফিকুর রহমান।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি