ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পলাতক আসামিসহ হিলিতে ১১ জন গ্রেফতার

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৩, ২০ ফেব্রুয়ারি ২০২০

পলাতক আসামিসহ হিলিতে ১১ জন গ্রেফতার

পলাতক আসামিসহ হিলিতে ১১ জন গ্রেফতার

দিনাজপুরের হিলিতে পৃথক অভিযান চালিয়ে পলাতক ৭ আসামি ও তিন মাদকসেবীসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে দুইজন নারীও রয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। 

আটককৃতরা হলো- শাহাবুল ইসলাম (২৪), কিরণ বেগম (৪০), আফরোজা বেগম (৫০), রমজান আলী (২৬), গোলাম রাব্বানী (২৪), আশিক হোসেন (২৪), শাকিল আহম্মেদ (২৪), সজল হোসেন (২২), ইউসুফ আলী (২৪), জিয়া মিয়া (৪০), জহুরুল ইসলাম (৩২)। আটককৃতদের বাড়ি হিলি, জয়পুরহাট ও গাইবান্ধার বিভিন্ন এলাকায়।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে হিলি সীমান্তের ফকিরপাড়া ও উত্তরবাসুদেবপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ওয়ারেন্টভুক্ত পলাতক সাত আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে ও ভারতীয় কসমেটিকসহ একজনকে আটক করা হয়। 

এছাড়াও মাদকসেবনের দায়ে দুই নারীসহ তিনজনকে আটক করা হয়। পরে ওই মাদকসেবীদের ভ্রাম্যমান আদালতের নিকট উপস্থাপন করা হলে আদালত তাদেরকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। পরে সকলকে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি