ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সীতাকুণ্ডে উদ্ধার হলো বিরল চিত্রা হরিণ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৩, ২০ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ২২:২৬, ২০ ফেব্রুয়ারি ২০২০

উদ্ধার হওয়া বিরল চিত্রা হরিণটি

উদ্ধার হওয়া বিরল চিত্রা হরিণটি

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থানীয়দের ধাওয়া খেয়ে সাগর সাতরে দূর্বল হয়ে একটি এলপিজি গ্যাস কোম্পানির কর্মচারীদের সহায়তায় উদ্ধার হয়েছে একটি বিরল চিত্রা হরিণ। উপজেলার নড়ালিয়া এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হরিণটিকে উদ্ধার করা হয়। 
  
নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিগ্যাস কোম্পানির ওই এলাকার একজন কর্মচারী জানান, পাহাড়ি বনভূম এলাকা থেকে ধাওয়া দিয়ে হরিণটির পেছন পেছন ছুটছিল স্থানীয় কয়েকজন। উপায় না পেয়ে সাগরে ঝাঁপিয়ে পড়ে প্রায় ২-৩ কিলোমিটার সাঁতরে দুর্বল হয়ে পড়ে হরিণটি। এরপর কোম্পানির লোকজন দেখতে পেয়ে একটি বোর্ডের সাহায্যে উদ্ধার করে কোম্পানির ডিপোতে নিয়ে আসে। হরিণটিকে ধাওয়া করতে আসা স্থানীয়রাও সটকে পড়ে। পরে কোম্পানির ম্যানেজার আদর চৌধুরির সহায়তায় প্লান্টের খাঁচায় আটকে রেখে স্থানীয় বন বিভাগের লোকজনদের খবর দেওয়া হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিগ্যাস কোম্পানির ওই কর্মচারি বলেন, ‘ধাওয়া খেয়ে আর সাগর সাঁতরে দুর্বল হয়ে পড়ছিল হরিণটি। খাঁচায় তালাবন্ধ করে সামন্য লতাপাতা ও কাঁচা ঘাস দেয়া হয়। তবে হরিণটি কোনও খাবার নেয়নি। কর্মজীবনের পাশাপাশি ‘সেভ দি বার্ড এ্যান্ড বি’ নামে একটি প্রাণ-প্রকৃতি-প্রতিবেশ রক্ষা বিষয়ক পরিবেশবাদী আন্দোলনের সমর্থক হিসেবে হরিণটিকে রক্ষা করা প্রয়োজন মনে করেই উদ্ধার কাজে সহায়তা করি।’

এ বিষয়ে প্রাণ-প্রকৃতি-প্রতিবেশ রক্ষা বিষয়ক পরিবেশবাদী সংগঠনের পরিচালক মন্ডলীর একজন শামসুন নাহার বলেন, ‘বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের প্রভাবে বনভূমি উজাড় হয়ে হরিণের মতো নানা ধরণের প্রাণি ও পক্ষীকূল বিপন্ন হচ্ছে। এদের প্রতি এখনই যত্নবান না হলে ধ্বংস হবে উপকূলীয় জীববৈচিত্র। এদের রক্ষায় ও সচেতনতায় ব্যাপক প্রচার-প্রচারণাসহ সকলের অনুকূল দৃষ্টিভঙ্গি ও যত্নবান হওয়া উচিত।’ 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি