ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নবাবগঞ্জে গোলাগুলিতে ২ ডাকাত নিহত, ৪ পুলিশ আহত

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৯, ২০ ফেব্রুয়ারি ২০২০

নবাবগঞ্জে পুলিশের সাথে গোলাগুলিতে দুই ডাকাত সদস্য নিহত

নবাবগঞ্জে পুলিশের সাথে গোলাগুলিতে দুই ডাকাত সদস্য নিহত

দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের সাথে গোলাগুলিতে দুই ডাকাত সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় ওসিসহ (তদন্ত) চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি পুলিশের। তাদেরকে দিনাজপুর পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে উপজেলার ছোট মাগুড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ওয়াজেদ আলী (২৮) এবং গাইবান্ধা জেলার সাদুল্যাপুরের মোহাম্মাদ আলীর ছেলে রফিক আলী (৩০)। 

অন্যদিএক, আহত চার পুলিশ সদস্যরা হলেন- নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) শামসুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) রিমেল মানিক, কনস্টেবল তুষার ও কনস্টেবল কাদের।

বিরামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মিথুন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে তার নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার অভিযান চালিয়ে ওয়াজেদ আলী এবং রফিক আলী নামের দুই ডাকাতকে আটক করে। পরে আটকৃতদের নিয়ে ডাকাতদলের অন্যান্য সদস্যদের আটক করতে বুধবার ভোররাতে মাগুড়া গ্রামে যাই। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করতে থাকে। 

পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে ডাকাতদের নিজেদের গুলিতেই ওয়াজেদ ও রফিক নিহত হয় এবং নবাবগঞ্জ থানার ওসি তদন্তসহ চার পুলিশ আহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১টি পিস্তল ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। নিহত ওয়াজেদ এবং রফিক আন্তঃজেলা ডাকাত দলের নেতা। নিহতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি