ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাউফলে মোটরসাইকেল দুর্ঘটনায় পলিটেকনিকের ছাত্র নিহত

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৩, ২০ ফেব্রুয়ারি ২০২০

নিহত আরিফুল ইসলাম

নিহত আরিফুল ইসলাম

পটুয়াখালীর বাউফলে মোটরসাইকেল দুর্ঘটনায় আরিফুল ইসলাম নামে বরিশাল পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সিভিল দ্বিতীয় বর্ষের এক ছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে একই ইন্সটিটিউটের হৃদয় নামে শেষ বর্ষের অপর এক ছাত্র। তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার নাজিপুর এলাকার মৃধা বাড়ীর মোড় সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে ঘটে ওই দুর্ঘটনা। 

স্থানীয়রা জানান, গ্রামের বাড়ি রামনগর তাঁতেরকাঠী এলাকা থেকে মোটরসাইকেলযোগে পৌর সদরের উদ্দেশ্যে আসছিল তারা। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের ডাক্তার তানভীর আহম্মেদ আরিফুলকে মৃত ঘোষণা করেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি