ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শেরপুরে ট্রাকচাপায় দুই স্কুলছাত্র নিহত

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৭, ২১ ফেব্রুয়ারি ২০২০

শেরপুরের নকলা উপজেলার বারোমাইসা এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বারমাইসা সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নকলার হাসনখিলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মারূফ মিয়া (১৩) এবং বরোমাইসা গ্রামের সেলিম মিয়ার ছেলে অষ্টম শ্রেণির ছাত্র হামিদুল ইসলাম (১৫)। এ ঘটনায় পুলিশ ট্রাকসহ হেলপার মো. ফরহাদ আলীকে আটক করেছে। 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মারূফ ঘটনাস্থলেই মারা যায় এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হামিদুলের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

এআই/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি