ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

সুবিধাবঞ্চিতদের পাশে ‘তৃষিতপুর’, মানবতার দেয়াল উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০২, ২১ ফেব্রুয়ারি ২০২০

নেত্রকোণা জেলার কেন্দুয়ায় অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে ‘তৃষিতপুর’ নামের একটি সামাজিক সংগঠন।

তরুণদের নিয়ে গঠিত ফেসবুক ভিত্তিক এই গ্রুপের ব্যতিক্রমী আয়োজন মানবতার দেয়াল। 

মানবতার সেবায় এগিয়ে আসার জন্য এই তরুণরা সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন। তারা বলছে, আপনার অপ্রয়োজনীয় কোন জিনিস হতে পারে অন্য কারো কাছে প্রয়োজন। মানবতার সেবাই আত্মিক আনন্দের উৎস। 

তাদের দেয়ালে লেখা রয়েছে - আপনার অপ্রয়োজন হতে পারে অন্য কারো প্রয়োজন। এ ছাড়া এর একপাশে লেখা রয়েছে - আপনার অপ্রয়োজনীয় ব্যবহারযোগ্য জিনিস এখানে রেখে যান। অন্য পাশে লেখা- সুবিধাবঞ্চিতরা এখান থেকে নির্দ্বিধায় নিয়ে যান।

সম্প্রতি কেন্দুয়া উপজেলা পরিষদের সামনে এটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম। 

পৌরসভার মেয়র আসাদুল হক ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া সার্কেলর সিনিয়র পুলিশ সুপার মাহমুদুল হাসান, থানা অফিসার ইনচার্জ রাশেদুজ্জামানসহ প্রগতিশীল অনেকেই উপস্থিত ছিলেন।

তরুণদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি