ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

৩০ টাকার শহীদ মিনার!(ভিডিও)

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৮, ২১ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৯:৫৩, ২১ ফেব্রুয়ারি ২০২০

৩০ টাকার শহীদ মিনারে শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদন

৩০ টাকার শহীদ মিনারে শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদন

মাত্র ৩০ টাকা দিয়ে শহীদ মিনার তৈরি করে আন্তর্জাতিক মাতৃভাষা পালন করেন শিক্ষার্থীরা। এ ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে গোটা এলাকাজুড়ে। আজ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে রাজবাড়ীতে জেলার গোয়ালন্দ উপজেলার বড় সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

জানা যায়, বড় সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। কিন্তু পদ্মা নদীতে একাধিকবার ভাঙনের কারণে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে মহাসড়কের পাশে অবস্থান করে। 

এদিকে, একাধিকবার নদী ভাঙনের কারণে বিদ্যালয়টিতে নেই কোনও শহীদ মিনার। যে কারণে স্কুলের শিক্ষার্থীরা নিজেরা ১০ টাকা জোগাড় করে এবং স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ২০ টাকা নিয়ে শহীদ মিনার তৈরি করে। 

এরপর আজ সকালে গিয়ে কলা গাছ দিয়ে তৈরি করা নিজেদের সেই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে শিশু শিক্ষার্থীরা। এসময় সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ তাদের বিদ্যালয়ে একটি শহীদ মিনার স্থাপনের দাবি জানায়। 

এনএস/

ভিডিওটি দেখুন..


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি