ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে বাঁশের তৈরি শহীদ মিনার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৭, ২১ ফেব্রুয়ারি ২০২০

ঠাকুরগাঁওয়ে বাঁশের তৈরি শহীদ মিনার

ঠাকুরগাঁওয়ে বাঁশের তৈরি শহীদ মিনার

অস্থায়ী বাঁশের তৈরি শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জেলার পীরগঞ্জের ঘুঘুয়া আবদুস সোবহান স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীসহ স্থানীয়রা।

শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯৪ সালে এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলেও আজ পর্যন্ত শহীদ মিনার স্থাপন করা হয়নি। বিগত কয়েক বছর ধরে এরকম বাঁশের শহীদ মিনার তৈরী করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা বলেন, “সরকারি সহায়তায় শহীদ মিনার হবে সেই আশায় দিন কাটাচ্ছি।”

এসময় দ্রুত সময়ের মধ্যে কলেজে শহীদ মিনার স্থাপনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরাসহ এলাকাবাসী।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি